আজকে ১৭ অক্টোবর, আপনার EX কে মাফ করে দেওয়ার দিন। EX এর প্রতি সবার ই কম বেশি অভিযোগ, রাগ, অভিমান থাকেই। অনেকেই সহজে ক্ষমা করতে পারে না আবার অনেকে অভিশাপ ও দেয়। সকল রাগ অভিমান ভুলে গিয়ে EX কে মন থেকে ক্ষমা করে দেওয়ার জন্য ২০১৮ সালে ভিন্নধর্মী এই দিবসটি শুরু হয়। দিবসটি হাস্যকর মনে হলেও এই দিবসকে উপলক্ষ করে মনের সকল রাগ অভিমান ভুলে গিয়ে EX এর উপর পাহাড় সমান রাগ, অভিমান বিসর্জন দিয়ে বলি… “যাও সব কিছুর জন্য মাফ করে দিলাম তোমায়, সুখে থাকো, শান্তিতে থাকো সারা জীবন”

আজ EX কে ক্ষমা করে দেওয়ার দিবস
- Post author:Ador Srabon
- Post published:October 17, 2020
- Post category:বিনোদন
- Post comments:0 Comments